মেহেরপুর সংবাদদাতা।।
মেহেরপুরের আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের দিন মধ্যরাতে নাহিদের মৃত্যু হয়। নাহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, ঈদের দিন সন্ধ্যার দিকে নাহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে আমঝুপি খামারের কাছে রাস্তা পার হওয়া একটি শিয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে নাহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রেফার্ড করা হয় কুষ্টিয়ায়।কুষ্টিয়া নেওয়ার পর মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply