আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

AISDA জাতীয় সম্মেলনের পর এবার দক্ষিণ জ্যোনের সম্মেলন ফ্রেজারগঞ্জ বকখালি সুন্দরবন

কলকাতা সংবাদদাতা।।
AISDA জাতীয় সম্মেলনের পর এবার দক্ষিণ জ্যোনের সম্মেলন ফ্রেজারগঞ্জ (বকখালি) সুন্দরবন।
দেখা হবে যাঁরা শিক্ষা , স্বাস্থ্য , সাহিত্য , সাংস্কৃতিক , মানবাধিকার মৌলিক অধিকারের বড় অংশের দায়িত্ব সামলান সেই সকল বীর সহযোদ্ধা প্রিয়জনদের সাথে। প্রকাশিত হবে সমাজ দর্পণ দ্বিতীয় সংখ্যা।
আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল ICHFR এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন অমিত কুন্ডু।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :