চুয়াডাঙ্গা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার

Padma Sangbad

অনলাইন ডেস্ক।

নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটারি কমিশন ভারতীয় সীমান্ত লাগোয়া এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। নিরাপত্তাজনিত কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লক্ষাধিক মানুষের এর ফলে সমস্যা হবে।

টেলিকম অপারেটরদের ভারতীয় সীমান্ত থেকে এক কিলোমিটারের মধ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে চার অপারেটর- গ্রামীনফোন, রবি, বাংলালিঙ্ক ও টেলিটক প্রায় ২০০০টি বেস ট্রানসিভার স্টেশন বন্ধ করে দিয়েছে। এরফলে প্রায় এক কোটি মানুষের অসুবিধা হতে পারে বলে পদস্থ কর্তাদের অনুমান। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে দেশের স্বার্থে বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট। বিটিআরসি চেয়ারম্যান জাহুরুল হক জানিয়েছেন যে উচ্চপদস্থ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কেন এই সিদ্ধান্ত সেটি জানানো হয়নি। কয়েকদিনের মধ্যেই আবার ইন্টারনেট চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপডেট : ১১:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

ভারতীয় সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার

আপডেট : ১১:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

অনলাইন ডেস্ক।

নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটারি কমিশন ভারতীয় সীমান্ত লাগোয়া এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। নিরাপত্তাজনিত কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লক্ষাধিক মানুষের এর ফলে সমস্যা হবে।

টেলিকম অপারেটরদের ভারতীয় সীমান্ত থেকে এক কিলোমিটারের মধ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে চার অপারেটর- গ্রামীনফোন, রবি, বাংলালিঙ্ক ও টেলিটক প্রায় ২০০০টি বেস ট্রানসিভার স্টেশন বন্ধ করে দিয়েছে। এরফলে প্রায় এক কোটি মানুষের অসুবিধা হতে পারে বলে পদস্থ কর্তাদের অনুমান। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে দেশের স্বার্থে বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট। বিটিআরসি চেয়ারম্যান জাহুরুল হক জানিয়েছেন যে উচ্চপদস্থ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কেন এই সিদ্ধান্ত সেটি জানানো হয়নি। কয়েকদিনের মধ্যেই আবার ইন্টারনেট চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।