চুয়াডাঙ্গা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাছের ডাল মাথায় পড়ে চুয়াডাঙ্গায় রাহুল নামের এক শিশু নিহত

Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের ডাল মাথায় পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।

শনিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশু রাহুল আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের রবিউল ইসলামের ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায় , জিকে ক্যানালের ধারে সরকারিভাবে গাছ কাটা হচ্ছিল। রাহুল সেই গাছ কাটা দেখতে যায়। এসময় অসাবধানতায় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিলে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানা ওসি (তদন্ত) আব্দুল আলিম বলেন,আমি বিষয়টি জেনেছি। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ ঘটনায় একটি থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।

আপডেট : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

গাছের ডাল মাথায় পড়ে চুয়াডাঙ্গায় রাহুল নামের এক শিশু নিহত

আপডেট : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের ডাল মাথায় পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।

শনিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশু রাহুল আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের রবিউল ইসলামের ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায় , জিকে ক্যানালের ধারে সরকারিভাবে গাছ কাটা হচ্ছিল। রাহুল সেই গাছ কাটা দেখতে যায়। এসময় অসাবধানতায় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিলে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানা ওসি (তদন্ত) আব্দুল আলিম বলেন,আমি বিষয়টি জেনেছি। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ ঘটনায় একটি থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।