চুয়াডাঙ্গা প্রতিনিধি(০৭-০৫/২২)।। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ন ও দুর্নীতির অভিযোগে অপসারণ দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে। শনিবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, বেশ কিছু দিন ধরে আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গালাম ছরোয়ার মিঠুর বিরুদ্ধ নানা অনিয়ন ও দুর্নীতির অভিযোগে তুলে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয় । এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষর অপসারণের দাবীতে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে।
সেইসাথে অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত তারাও ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন।
Leave a Reply