আরিফুজ্জামান আরিফ।। শার্শার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের এর অভিভাবক ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন ইউনিয়নবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়েখোজ খবর নেন।
শনিবার বিকালে নেতা কর্মীদের সাথে কে নিয়ে কায়বা ইউনিয়নের রুদ্রপুর, দাদখালী, ভবানীপুর পাড়ের কায়বা, গাজীর কায়বা, বাইকোলা ,চালিতবাড়িয়া,রাঘবপুর মহিষা,দীঘা,রাড়িপুকুর,বাগুড়ী, কোটা, ধান্যতাড়া গ্রামে স্ব শরীর হাজির হয়ে সকল স্তরের নারী পুরুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় চেয়ারম্যান আলতাব হোসেন রুদ্রপুর গ্রামে কঠিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত প্রবীণ আওয়ামীলীগনেতা আরশাদ আলীকে দেখতে যান। এসময় তিনি তাঁর শারীরিক খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে যাবার পরামর্শ প্রদানের পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply