ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঢাকা ভার্সিটির দৃষ্টি প্রতিবন্ধি মেধাবী ছাত্র শাহিন আলম সোমবার রাত ৯টা ৪০ মিনিটে অনশন স্থগিত করেছেন। ঝিনাইদহ জেলা প্রশাসকের অনুরোধে তিনি আমরণ অনশন স্থগিত করে সার্কিট হাউসে ফিরে যান। সেখানেই রাতে তাকে রাখার ব্যবস্থা করা হয়। রাতে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও এনডিসি আব্দুল্লাহ আল মামুন গনমাধ্যমকর্মীদের সামনে চাকরী প্রদানের আশ্বাস দিলে তিনি অনশন স্থগিত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা জানান, শাহিন আলমকে সাময়িক ভাবে কোথাও চাকরী দেওয়া যায় কিনা তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন শাহিন আলমের দাবী প্রধানমন্ত্রীকে লিখিত ভাবে অবহিত করা হবে। হয়তো তিনি একটা চাকরি পেয়ে যাবেন।
Leave a Reply