[wpdevart_like_box profile_id=”https://padmasangbad.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8″ stream=”hide” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
কোটচাঁদপুর সংবাদদাতা।।
জহুরুল ইসলাম নামের এক ভূয়া ম্যাজিস্টেট ও সাংবাদিককে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
রবিবার উপজেলার আলুকদিয়া গ্রাম থেকে আটক করা হয়। কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল মান্নান জানান, গেল ১৭-০৪-২২ দুধসরা গ্রামের জিনারুল ইসলাম কোটচাঁদপুর থানায় রবিউল ইসলামের নামে প্রতারনার মামলা করেন। যার নাম্বার ৯। যা ১৭-৪ ২২ তারিখে করা হয়। ওই মামলায় রবিউল ইসলাম আটক করে জেলে পাঠানো হয়েছে।সে কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের সাত্তার তরফদারের ছেলে।
সে কোটচাঁদপুর সহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে প্রতারনা করে টাকা প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আর এ সব টাকা নিয়েছেন কারো সেনাবাহিনীতে,কারো পুলিশে চাকুরি পাইয়ে দেবার কথা বলে।
এদিকে তাঁর স্বীকারোক্তি মোতাবেক ভুয়া ম্যাজিস্টেট ও সাংবাদিক পরিচয় দানকারী জহুরুল ইসলামকে আটক করেছেন কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। তাকে রবিবার রাতে আলুকদিয়া গ্রামের নিজ বাসা থেকে আটক করা হয়। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
তাঁর নামে নাভারন ভুয়া ম্যাজিস্টেট সেজে প্রতারনা করে টাকা হাতানোর মামলা রয়েছে। সোমবার সকালে তাকে কোটচাঁদপুর থানা পুলিশ আদালতে পাঠিয়েছেন।
Leave a Reply