আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ১৫ কেজি গাঁজাসহ আটক ৩

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে নাস্তিপুর গ্রাম থেকে ১৫(পনেরো) কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১/০৫/২০২২) তারিখ রাত ১ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামে জাবের আলী এর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর এর নির্দেশে এস আই সুমন্ত কুমার বিশ্বাস,এস আই নীতিষ বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী
শাকিল হোসেন এর বসতঘরের পিছনে প্লাস্টিকের সাদা বস্তায় লুকানো অবস্থায় ১৫(পনেরো) কেজি গাজা সহ নাস্তিপুর গ্রামের জাবের আলী ছেলে মো: শাকিল হোসেন (২৫) তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো: সামিম হোসেন(২৮),মো: আবু তাহের ছেলে মো: খালিদ হোসেন(৩২)কে আটক করা হয়।
পরে, উদ্ধারকৃত ১৫ কেজি গাঁজা উপস্থিত সাক্ষিদের সম্মুখে জব্দতালিকা মুলে জব্দ করা হয়। সেই সাথে উপস্থিত সাক্ষীদের জব্দ তালিকায় স্বাক্ষর নেয়া হয়েছে।

এই সংক্রান্তে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে দর্শনা থানা পুলিশ জানিয়েছেন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :