আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে সাংবাদিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রয়াত সাংবাদিক আব্দুল আজিজ ঠান্ডু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দরা। এ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে দোয়া ও স্মৃতিচারন সভার আয়োজন করা হয়।
আব্দুল আজিজ দৈনিক দিনকাল পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ২০২১ সালে সে স্ট্রোক জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তার স্বজনা যশোর হাসপাতালে ভর্তি করান। এরপর ওই সালের ১১ মে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ।এ উপলক্ষ্যে সাংবাদিকরা তার প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও স্মৃতিচারন সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেছা মিকি, পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, প্রেসক্লাব কোটচাঁদপুরের সাধারণ সম্পাদক কাজী এনাম আহাম্মদ মৃদুল, সিনিয়র সাংবাদিক কামাল হাওলাদার, লিয়াকত মাস্টার, কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের সভাপতি অশোক দে, জাকির হোসেন, কোটচাঁদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মইন উদ্দিন খান, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার, রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক রমজান আলী। এছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিকের সহধর্মিণী লাইলি খাতুন, ছেলে আদনান আলামিন ও মেয়ে তাসনিয়া তাবাসসুম। কোরআন তোলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে উপস্থিত অতিথি বৃন্দরা আজিজের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবায়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কর হয়। শেষ অতিথি ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :