আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যার চেষ্টা

ঈশ্বরদী থেকে বিশেষ সংবাদদাতা।।
আজ ১১ মে’২২ বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-মোড় সংলগ্ন নওদাপাড়া ব্রীজের নিকট কামরুল (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সে দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ধান-চাউল ব্যবসায়ী হাজী শুকুর দেওয়ানের ছেলে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা গেছে , উল্লেখিত সময়ে কামরুল নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ধানের চাতাল থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলো । এসময় অর্তকিতভাবে একটি মোটরসাইকেলে দুইজন হেলমেট পড়া যুবক এসে পেছন থেকে পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তের ছোড়া দুইটি গুলির একটি কামরুলের বুকে এবং অন্যটি হাতে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এসে কামরুলকে উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, কি কারনে গুলির ঘটনা ঘটেছে এবং মামলা হবে কিনা তা ভিকটিমের অভিভাবকরা ফিরে এলে জানা যাবে। তবে সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :