চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার ১০টা সময় যোগদান করেছেন। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার বদলি জনিত কারণে খুলনা বিভাগের এআরপিএটিছি তার স্থলাভিষিক্ত হয়েছেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩১ তম বিসিএসে প্রশাসনে যোগদান করেন।
বৃহস্পতিবার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম নিজ কার্যালয়ে পৌঁছালে উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা নির্বাহী অফিসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার সার্বিক উন্নয়ন,ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনকে গতিশীল করতে ন্যায়, স্বচ্চতা ও সততার সাথে হয়রানিমুক্ত সর্বোচ্চ সেবাদেবার চেষ্টা করবো অফিসার তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।।
Leave a Reply