আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে বিএনপি’র নবনির্বাচিত ইউনিয়ন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা কমিটির আয়োজনে ৬ ইউনিয়নের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদের মিল চাতালে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম. বজলুর রহমান জাহেদ। উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব ও তোড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কুদরত-ই-খুদা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, ব্যারিস্টার মোঃ ইমান হোসেন সহ প্রমুখ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলার বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সদস্য ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :