আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাড়াটিয়ার মালামাল লুটে বাড়িওয়ালার সহায়তা

সুচিত্রা রায়:

সাভারের আশুলিয়ায় এক সংবাদকর্মীর ফ্ল্যাটের মালামাল লুটের ঘটনা ঘটেছে। উদ্দেশ্যপ্রণোদিত এ লুটপাটের ঘটনায় অভিযুক্তদের সহায়তা করার অভিযোগ উঠেছে খোদ বাড়ির মালিকের বিরুদ্ধে।

রবিবার(১৫ মে) দুপুরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী সংবাদকর্মী ও তার পরিবার।

ভুক্তভোগী সংবাদকর্মী দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্ট্রোক করে প্যারালাইজড হয়ে শারীরিক অসুস্থতাকে সঙ্গে নিয়েই এখন তিনি মানবেতর জীবন যাপন করছেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী রুখসানা আক্তার ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত বাড়ির মালিকের নাম মোঃ কামাল হোসেন ওরফে হল কামাল(৫২)। তার সহযোগীতায় লুটপাটে অংশ নেয়া বাকি অভিযুক্তরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার মোঃ জয়নাল আবেদীন সরদারের ছেলে মোঃ আব্বাস উদ্দীন(৩৬), একই এলাকার মোঃ মনিরুল ইসলাম মনির(৩৭), পিরোজপুর জেলার গন্ডারিয়া থানার আব্দুর রাজ্জাক(৪০), ঢাকা জেলার আশুলিয়া থানার মোঃ নওশের জামিল(৫৫), চরফ্যাশনের মোঃ নেয়ামত উল্লাহ(৪৬), ভোলার শষীভুষণ থানার মোঃ আলআমিন(২৬), ঝালকাঠি জেলার রাজপুর এলাকার শফিকুল ইসলাম ওরফে বিপ্লব হাওলাদার(৪০), পাবনা জেলার জাহিদুল ইসলাম(২৪) ও রিসান শেখ(২০)।

সংবাদ সম্মেলনে রুখসানা আক্তার বলেন, আমার স্বামী মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান এবং মূলধারার সংবাদ কর্মী। ভোলা জেলা চরফ্যাশন থানা এলাকার আব্বাস উদ্দীন ষড়যন্ত্রমূলক আমার স্বামী মাইনুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আশুলিয়া থেকে চরফ্যাশন থানার পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে নিয়ে যায়। থানায় আমার স্বামী ব্রেনস্ট্রক করে এবং প্যারালাইজড হয়ে পঙ্গু হয়ে যায়। এরই ফাঁকে আশুলিয়ার বাড়ি মালিক হল কামাল আমাদের অনুপস্থিতিতে রুমের তালা ভেঙে নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্র সহ প্রায় বারো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মূলত হল কামাল আর আব্বাস উদ্দিনের যোগসাজশে এঘটনা ঘটিয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :