আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ব শত্রুতার জেরে পাবনায় শিপন নামের এক যুবককে কুপিয়ে হত্যা

ঈশ্বরদী সংবাদদাতা :পূর্ব শত্রুতার জেরে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে বেড়া উপজেলার রুপপুর ইউনিয়নের ঘোপসোলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিপনের ভাইয়ের স্ত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন প্রতিবেশি একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ।

এর প্রতিবাদ করেছিলেন শিপন। এ নিয়ে কিছুদিন ধরে সৌরভ ও তার ভাই সম্্রাটের সাথে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার রাতে শিপনকে ছুরিকাঘাত করে সম্রাট ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় শিপনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মৃত্যু হয় শিপনের। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :