নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর):
নাটোরের লালপুরে ইমো হ্যাকার প্রতারণা চক্রের ৭ জন প্রতারককে আটক করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে লালপুর থানার পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, রায়হান আলী (২২), কাওছার আলী(২৩), রুবেল হোসেন (২৩), রাজ হোসেন (২২), নাঈম ইসলাম(২২), পলাশ আলী(২৫), সাগর আহাম্মেদ(১৬)।।
Leave a Reply