আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস

বিশ্ব জনমতের কাছে মানবতার এক অন্যন্য গীতিকাব্য

মিছিল নয় একটি আন্দোলন । সৃষ্টিকর্তার যে ক’টি অমূল্য নিয়ামত আমরা প্রায় বিনামূল্যে ভোগ করে থাকি- পানি তন্মদ্ধে অন্যতম । পানি প্রকৃতির অনন্য এক আধার । পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ বাধাহীন পানির অধিকার ভোগ করে আসছে । আবার এই পানি নিয়ে যুদ্ধও হয়েছে ঢের । তাই অনেকেই বলে থাকেন আজকে বিশ্বব্যাপী তেল নিয়ে যে যুদ্ধ চলছে অদূর ভবিষ্যতে তা পানিতে গিয়ে ঠেকবে । আর তা অবশ্যই হবে মিঠা পানি নিয়ে । কাজেই পানি নিয়ে ইনসাফ আজ বিশ্বশান্তি প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত বটে । এই ইনসাফকে যারা অস্বীকার করে তারা মানবতার শত্রু । বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় । মানবতার শত্রু , তা সে যত শক্তিশালীই হোক না কেন তার পতনের নজির ইতিহাসে ভুরি ভুরি । মজলুম জননেতা মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা আন্দোলনের ডাক দিয়ে বিশ্ব জনমতের কাছে মানবতার এক অনন্য গীতিকাব্য রচনা করে গিয়েছিলেন । ভাসানীর এই ডাক কেবল ফারাক্কার ন্যায্য হিস্যা আদায়ের ডাকই নয় । বিশ্ব জনমতের কাছে মানবতার এক অন্যন্য গীতিকাব্য। মজলুম জননেতা মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা আন্দোলনের ডাক দিয়ে বিশ্ব জনমতের কাছে মানবতার এক অনন্য গীতিকাব্য রচনা করে গিয়েছিলেন । ভাসানীর এই ডাক কেবল ফারাক্কার ন্যায্য হিস্যা আদায়ের ডাকই নয় । এই ডাক জুলুমের বিরুদ্ধে মজলুমের টিকে থাকার ডাক । স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতিকে এক হবার ডাক । জাতিকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার ডাক । মাথা নত না করার ডাক । অধিকার আদায়ে বিশ্ব জনমত গঠনের ডাক । ভাসানীই প্রথম ফারাক্কা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশকে মরুকরণের বিরুদ্ধে সোচ্চার করেছিলেন। জুলুমের বিরুদ্ধে মজলুমের টিকে থাকার ডাক । স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতিকে এক হবার ডাক । জাতিকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার ডাক ৷ মাথা নত না করার ডাক । অধিকার আদায়ে বিশ্ব জনমত গঠনের ডাক । ভাসানীই প্রথম ফারাক্কা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশকে মরুকরণের বিরুদ্ধে সোচ্চার । করেছিলেন । ফারাক্কার রাজনৈতিক গুরুত্বকে ভবিষ্যৎ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ বলে সতর্ক করে দিয়েছিলেন । আমরা এখন ক্রমশই মরুকরণের পার্শ্বিকতা টের পেতে শুরু করেছি । আগুনের আঁচ টের না পেলে বাঙালি নাকি তেঁতে ওঠে না । বাঙালি এখন তার আঁচ পেতে শুরু করেছে । শুধু জেগে ওঠা এখন।

লেখক মো . মুসা – আল – কাজিম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :