কোটচাঁদপুর সংবাদদাতা৷।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা বাসষ্টান্ডে টোল আদায় কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহার ভূক্ত অন্যতম ২নং আসামী আশরাফুল ইসলাম (৩০) কে পার্শ্ববর্তী উপজেলা চৌগাছা থেকে গ্রেফতার করেছে র্যাব – ৬
এর সি,পি,সি-৩ যশোর।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা র্যাব-৬ সি,পি,সি -৩ যশোর এর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার এম, নাজিউর রহমান।
এক প্রেস ব্রিফিং তিনি জানান,, গত ১৪/৪/২০২২ তারিখে কোটচাঁদপুরে ডাবল মার্ডার হওয়ার পর থেকেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে।
তারই আলোকে গত ১৬/৫/২০২২ ইং তারিখ রাত ৩.৩০ মিনিটের দিকে চৌগাছা থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এজাহার ভূক্ত ৮ জন আসামীর ভিতর ১ জন আসামী আশরাফুল ইসলাম কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
যার মামলা নং- ০৭/৩১. ১৫/৪/২০২২ তারিখে ধারা- ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ দন্ডবিধি।
আসামী আশরাফুল ইসলাম কে চৌগাছা থানায় প্রেরণ করা হয়েছে।
পরবর্তীতে ১৭/৫/২০২২ তারিখে চৌগাছা থানা থেকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে,কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মঈন উদ্দিন বিষয় টি নিশ্চিত করেন।
এদিকে ডাবল মার্ডার মামলার এজাহার ভূক্ত ৮ জন আসামীর ভিতর ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলায় ৮ জন ও অজ্ঞাত ৫/৬ আসামী রয়েছে।
বাকী আসামীদের অতি দ্রুত আমরা গ্রেপ্তার করতে পারবো বলে জানিয়েছেন মডেল থানা পুলিশ।।
Leave a Reply