আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শৈলকুপায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নাইকোইল গ্রামের আব্দুল ওয়াহেদ, শুভ হোসেন, আক্তার হোসেন, টুলু বিশ্বাস, নার্গিস খাতুন, তোরাব বিশ্বাস, পলক বিশ্বাস, মুরাদ বিশ্বাস, হারুন বিশ্বাস, পারুলা বেগম, মহিদুল ইসলাম, রসুল হোসেনসহ ১৫ জন। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাকোইল গ্রামের সাত্তারের সাথে একই গ্রামের রোজদার বিশ^াসের বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে বিরোধপুর্ণ ওই জমিতে বেড়া দেয় রোজদার বিশ্বাস। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :