মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে উচ্চ ফলনশীল জাতের অ্যারাইজ তেজ গোল্ড ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বায়ার ক্রপসায়েন্স লিঃ এর আয়োজনে মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষক কৃষাণীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ পইমুল ইসলাম। অ্যারাইজ তেজ গোল্ড ধান চাষে সফলতা সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করেন বায়ার ক্রপসায়েন্স লিঃ এর ক্যাম্পেইন এক্টিভেশন ম্যানেজার (নর্থ) কৃষিবিদ মোঃ শাহান সেলিম খান, বায়ার ক্রপসায়েন্স লিঃ দিনাজপুর এর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ কাজী মোঃ ওমর ফরুক ও বায়ার ক্রপসায়েন্স লিঃ পঞ্চগড় এর টেরিটরি অফিসার কৃষিবিদ করুনা আক্তার । আরো বক্তব্য রাখেন বায়ার ক্রপসায়েন্স লিঃ এর আটোয়ারী উপজেলার কীটনাশক ডিলার মেসার্স আক্তার ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সাত্তার, বীজ ডিলার মৌসুমী বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ আব্দুস সামাদ, আদর্শ কৃষক ওঅ্যারাইজ তেজ গোল্ড ধান চাষী মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এক্টিভেশন ম্যানেজার বলেন, অ্যারাইজ তেজ গোল্ড ধানের ফলন উপসি জাতের তুলনায় অনেক বেশী, চাউল লম্বা ও চিকন, ভাত ঝরঝরে ও সুস্বাদু, পাতা পোড়া রোগ প্রতিরোধী, বিঘা প্রতি ফলন ৪০-৪৫মণ। তাই এই ধান চাষ করলে দেশের খাদ্য চাহিদা পুরণে সহায়ক হবে। এছাড়া ধান গাছের উচ্চতা ভাল। যা গো খাদ্যের চাহিদা মেটাতে সহায়ক হবে। এর পাশাপাশি তিনি আসন্ন আমন মৌসুমে অ্যারাইজ ধান চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারীর প্রভাবে খাদ্য সংকট মোকাবেলায় বায়ার ক্রপসায়েন্স লিঃ বোরো মৌসুমে সমগ্র বাংলাদেশে এক লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে তিন শত মেট্রিকটণ অ্যারাইজ তেজ গোল্ড হাইব্রিড ধানবীজ বিতরণ করে। আলোচনা শেষে ওই এলাকার কৃষক মোঃ হাফিজুর রহমানের উচ্চ ফলনশীল জাতের অ্যারাইজ তেজ গোল্ড ধানের ক্ষেত পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply