মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আঃলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলা আঃলীগের দলীয় উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি’র সভাপতিত্বে ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সহ সভাপতি লুৎফর রহমান, ফারজেল হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন সহ উপজেলা ও পৌর আঃলীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply