মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭, বালক) এর ফুটবল টুর্ণমেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় অংশ গ্রহনকারী দু’টি দল হলো, রাধানগর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম তোড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। চুড়ান্ত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে খেলাটি ২-২ গোলে ড্র হয়। পরে খেলা পরিচালকের সিদ্ধান্ত মতে সিদ্ধান্ত দুই দলের ১০জন খেলোয়াড়ের নাম রেফারীর কাছে জমা দিয়ে ট্রাইবেকার শুরু হয়। ট্রাইবেকারে দুই দলের ৬জন খেলোয়াড় গেড়াল করতে সক্ষম হলেও ওই সময় হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে ৪জন খেলোয়াড় ট্রাইবেকারে বল মারার সুযোগ পায়নি। পরিশেষে সন্ধা ৭টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক সমঝোতা বৈঠকের মাধ্যমে আলোচনা সাপেক্ষে অসমাপ্ত ফুটবল খেলাটি লটারীর মাধ্যমে সমাপ্ত হয়। লটারীতে রাধানগর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ান আর তোড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ রানার্সআপ হয়। লটারী শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম খেলোয়াড়দের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রেখে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। অন্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায়, ওসি(তদন্ত) দুলাল উদ্দিন, ৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭, বালক) ফুটবল টুর্ণামেন্টে উপজেলার ৬ ইউনিয়ন থেকে একটি করে দল অংশ গ্রহন করে।
Leave a Reply