মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।
“ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে রবিবার সকালে ভূমি সেবা সপ্তাহ -২০২২ উপলক্ষে এক বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়ের সঞ্চালনায় শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, সাবদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশনা ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলামসহ সেবা নিতে আসা এলাকাবাসী, বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী, মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরা। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply