আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমারখালীতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঐতিহ্য টিকিয়ে রাখতে আধুনিকরণ করতে হবে : জর্জ,এম,পি।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, যু্বলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। কিন্তু তাঁতশিল্পসহ সংশ্লিষ্টদের মান আজও বদলায়নি। বিশ বছর আগেও যেমন ছিল, আজও মান তেমনই রয়েছে। অথচ তাঁতশিল্পে কুমারখালীর শতবছরের ঐতিহ্য রয়েছে। কিন্তু ঐতিহ্য অনুয়ায়ী আধুনিক হয়নি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং ঐতিহ্য টিকিয়ে রাখতে আধুনিকরণ করতে হবে। ‘

রোববার সকালে কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাঁতশিল্পের উন্নয়নের লক্ষে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এস এম ই)। এতে কুমারখালী মার্চেন্ট এসোসিয়েশনের তত্ত্বাবধানে ৩৫ জন উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।

সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ বঙ্গবন্ধু কণ্যা দেশের সকলখাতে অসামান্য উন্নয়ন করে চলেছে। সেখানে তাঁতশিল্পসহ সংশ্লিষ্টরা পিছিয়ে থাকবেন কেন? তাই এই শিল্পে উন্নয়নের জন্য কুমারখালীতে টেকনিক্যাল ফিশাইনার ডিজাইনিং কলেজ নির্মাণ করি হচ্ছে। ‘

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ ব্যবস্থাপক (অতিরিক্ত সচিব (অবঃ) সালাহ উদ্দিন মাহমুদ, বিশেষ আলোচক ছিলেন কুমারখালী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান আলী মোল্লা, বিশেষ অতিথি ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন কুমারখালী মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম মোল্লা।

ক্যাপশনঃ কুমারখালীতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :