নিজস্ব প্রতিবেদক।
২২ মে ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুরা জেলার সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ২২.৩০ ঘটিকার সময় মাগুরা জেলার সদর থানাধীন কছন্দী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সুমন মোল্লা(২০), পিতা-মোঃ ফায়েক মোল্লা, সাং-মাঝাইল মান্দারতলা, থানা-শ্রীপুর, জেলা-মাগুরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৩১০ (তিনশত দশ) পিচ ইয়াবা, ০১টি মোবাইল ফোন ও নগদ-১০,৫০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply