আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার জীবননগর থানা এলাকা হতে সতেজ গাঁজা গাছসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক।

২৩ মে ২০২২ ইং তারিখ ১১:২০ ঘটিকার সময় র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কর্চ্চাডাঙ্গা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মালিকানাধীন জমিতে চাষকৃত ফলের বাগানে গোপনে মাদকদ্রব্য গাঁজার গাছের চাষাবাদ করে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কর্চ্চাডাঙ্গা জোলপাড়া গ্রামস্থ জনৈক মো: হোসেন গাজীর নিজ জমিতে চাষকৃত ফলের বাগানের ভিতর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী- মো: হোসেন গাজী(৬০), পিতা- মৃত আনসার আলী গাজী, সাং- আশতুল্লাপাড়া ৮নং ওয়ার্ড জীবননগর পৌরসভা, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে তার নিজ জমিতে চাষকৃত ফলের বাগানের ভিতরে লাগানো সতেজ গাঁজা গাছ ১১(এগার)টি, যাহার সর্বমোট ওজন ০১ কেজি ৫০০ গ্রাম এবং ০১টি মোবাইল ও ০২টি সিমকার্ডসহ উদ্ধার করে র‍্যাব।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :