মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।
করোনা কালীন সময়ের সম্মুখ যোদ্ধা হিসেবে পরিচিত মানবতার ফেরীওয়ালা। এতিম ও অসহায় অসুস্থ মানুষের পাশে হাজী আমলা নেসা বিবি ওয়াকফস্টেটের মোতওয়াল্লী ইমরান হোসেন।
মঙ্গলবার সকালে কোটচাঁদপুর পৌর এলাকার চৌগাছা বাস স্ট্যান্ডে অবস্থিত ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও এতিমখানার ছাত্রদের মাঝে ও মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেট সংলগ্ন চা বিক্রেতা জটিল রোগে আক্রান্ত মোজাফর হোসেন লিটন কে আর্থিক সহায়তা চেক প্রদান করেন মোতওয়াল্লী ইমরান হোসেন। সে সময় তিনি বলেন, এতিম ও অসহায় মানুষের পাশে দীর্ঘ দিন ধরে হাজী আমলা নেসা বিবি ওয়াকফ স্টেট মানবতার সেবায় নিয়োজিত। আমি এই এলাকার সন্তান আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। যে কোনো সমস্যা আমাকে জানাবেন আমি সাধ্য মত চেষ্টা করব। তিনি কোটচাঁদপুর বাসীর সহায়তা কামনা করেন।।
Leave a Reply