আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৫.০৫.২২)।।

নানা আয়োজনে চুয়াডাঙ্গায় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার জেলার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজরিত আটচালা ঘরের সামনে নজরুলের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অতিথিরা কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর, লিচুবাগান, পুকুরপাড় ঘুরে দেখেন। কবি কার্পাসডাঙ্গায় এসে এসব স্থানে বসতেন এবং সাহিত্যচর্চ্চা করতেন। এখানে বসে তিনি লিচু চোর ও পদ্ম গোখরো কবিতা রচনা করেন বলে জনশ্রুতি রয়েছে।

সন্ধ্যায় কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :