আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায় শীর্ষক চুক্তিপত্র স্বাক্ষর

মো. ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। সোনালী ব্যাংক আটোয়ারী শাখার উদ্যোগে অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায় শীর্ষক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড আটোয়ারী শাখা ও আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফি সহ বিবিধ ফি/চার্জ আদায় চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাসমত আলী ও বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাছরিন আকতার বক্তব্য রাখেন এবং ওই চুক্তিপত্রে স্বাক্ষর করে এর ফাইল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.কে.এম মতিয়ার রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, শিক্ষক জাহাঙ্গীর আলম এবং ব্যাংক ভবনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাছাফুর রহমান বাচ্চু প্রমুখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :