নিজস্ব প্রতিবেদক।
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ হতে ২০ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১\ মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস ও ০১ টি প্রাইভেটকার জব্দ।
গত ২৫ মে ২০২২ ইং তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা হতে মাইক্রোবাস ও প্রাইভেটকার যোগে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কুড়িল টু গাউছিয়া এশিয়ান হাইওয়ে রোড হয়ে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে রাজধানীর ঢাকার উদ্দেশ্যে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ২৫ মে ২০২২ তারিখ আনুমানিক ২০৪৫ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কুড়িল টু গাউছিয়া এশিয়ান হাইওয়ে রোডস্থ কাঞ্চন ব্রীজ সংলগ্ন ধাঁনসিড়ি রেস্তোরার সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ ফারুক (৪৭), পিতা-মৃত রাজ্জাক, জেলা- নড়াইল, ২) লিটন হাওলাদার (২৭), পিতা-মোঃ সিদ্দিক হাওলাদার, জেলা- পটুয়াখালী, ৩) মোঃ জলিলুর রহমান দুলাল (৪৮), পিতা-মৃত সিরাজুল ইসলাম, জেলা- কুমিল্লা, ৪) মোঃ ইউসুফ (৪৫), পিতা-মৃত আব্দুল কাদের হাওলাদার, জেলা- বরিশাল ও ৫) মোঃ তারেক মিয়া (৩৩), পিতা-মোঃ ফুল মিয়া, জেলা-কুমিল্লা’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২০ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেটকার ও ০১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি কুমিল্লা হতে গাড়ীযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply