নিজস্ব প্রতিবেদক।
গাজীপুর মহানগরীর টঙ্গী হতে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
২৫ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি’র টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড, মাছিমপুর সরকার বাড়ী, কাজী অফিসের সামনে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি’র টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড, মাছিমপুর সরকার বাড়ী, কাজী অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ কামাল মোল্লা (৪০), পিতা-মৃত করিম মোল্লা, জেলা-গাজীপুর ও ২) মোছাঃ ফাহিমা বেগম (৩৩), স্বামী-মোঃ কামাল মোল্লা, জেলা-গাজীপুর’দ্বয়কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গাজীপুর মহানগরীর টঙ্গীসহ বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply