আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেহেরপুর মেয়েকে উত্ত্যক্ত করাই এক বখাটে যুবককে লাঠিপেটা করলেন মা

মেহেরপুর মেয়েকে  উত্ত্যক্ত কারীকে  মডেলকে লাঠিপেটা করলেন মা!

মেহেরপুর সংবাদদাতা।।
মেহেরপুর শহরে মেয়েকে উত্ত্যক্ত করায় এক মডেলকে লাঠি দিয়ে বেদম পিটিয়েছে ওই মেয়ের মা। এঘটনায় একটি ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহরে।

প্রতিবাদকারী ওই মা বলেছেন আমার মেয়েকে সে বারবার উত্ত্যক্ত করে আসছিলেন। তাকে নিষেধ করার পরেও শোনেনি। তাই তাকে প্রকাশ্যে লঠিপেটা করে প্রতিবাদ জানিয়েছি।

গত শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে লাঠি দিয়ে পেটানোর ঘটনা ঘটলে শনিবার থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সোহেল নামে ওই যুবককে পেটাচ্ছেন এক নারী। ভুক্তভোগীর মা জানান, দীর্ঘদিন ধরেই তার মেয়েকে উত্ত্যক্ত করছিল হোটেল বাজার এলাকার সোহেল। বারবার নিষেধের পরও কথা শুনছিল না সে। তাই কোনো উপায় না পেয়ে শুক্রবার লাঠি দিয়ে পোটানো হয়।

মডেল যুবক স্থানীয় একটি ক্যাবল অপারেটরের নিজস্ব চ্যানেলে মডেলিং-এ জড়িত। মেয়েটিও সেখানে মডেলিং করতেন বলে তার দাবি। ওই মেয়ে তার সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেন এ যুবক।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :