আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজারবাইজানে এয়ার শোতে তুর্কি ড্রোনের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক৷।
আজারবাইজানে এয়ার শোতে উল্লসিক দর্শকদের কাছে তুরস্কের ড্রোন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।

এই ড্রোন বিজলির গতিতে চক্রাকারে উড্ডয়ন দক্ষতার মাধ্যমে আকাশে মিলিয়ে যাওয়ার সক্ষমতা প্রদর্শন করে। এ ধরনের তুর্কি ড্রোন ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করেছে। খবর বাসসের।

চলতি সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া অ্যারোস্পেস এবং টেকনোলজি উৎসব ‘টেকনোফেস্টে’ তুরস্ক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করে।

তুরস্কের একটি প্রতিরক্ষা কোম্পানি তুরস্কের এই টিবি ২ ড্রোন তৈরি করেছে। এরদোয়ানের জামাতা সেলচুক বায়রাক্তার এই কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে ড্রোন প্রযুক্তির ব্যাপক উন্নয়নে সুনাম অর্জন করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :