আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাব-৬ এর অভিযানে একজন অপহরণকারীকে গ্রেফতারসহ কিশোরী ভিক্টিম উদ্ধার

অনলাইন ডেস্ক।
গত ২৯ মে ২০২২ তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকায় সময় ভিকটিমের বসত বাড়ির সামনে অবস্থান কালে ভিকটিমকে অপহরণকারী আসামী সাজেদুর রহমান(২৫) তাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী আসামি একজন বিবাহিত পুরুষ হবার সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই নাবালিকা মেয়েটিকে তার স্কুল ও কোচিং এ যাওয়ার সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। এই ঘটনায় ভিকটিম এর মাতা ঝিনাইদহ জেলার সদর থানায় বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করে। উক্ত মামলার ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতার ও অপহৃত নাবালিকাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মে ২০২২ তারিখ ০৫.০০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিকটিমসহ উক্ত অপহরণকারীকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সাজেদুর রহমান(২৫), পিতা- ইসমাইল হোসেন, সাং- বালিয়াঘাট, থানা- গাংনী, জেলা-মেহেরপুরকে গ্রেফতার করে এবং অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে ঝিনাইদহ জেলার সদর থানার হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :