আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ বিতরণ বিষয়ক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি।
সিএমএসএমই নারী উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ বিতরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেন ঝিনাইদহ ব্যাংক এশিয়া। এতে সভাপতিত্ব করেন সিএমএসএমইর ব্যাংক এশিয়া ঢাকা কর্পোরেট অফিসের এফভিপি ইফতেখার আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান,ঝিনাইদহ অগ্রনী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মানস কুমার পাল,ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান প্রমূখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন,বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান,নাসীবের সভাপতি মোঃ আকরাম হোসেন,বিসিক মালিক সমিতির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাগণ। পরে ৭জন নারী উদ্যোক্তাদের মাঝে ব্যাংক এশিয়া ৯লাখ ৯০হাজার টাকা,অগ্রনী ব্যাংক ৮০লাখ টাকা,ব্র্যাক ব্যাংক ২০লাখ টাকা,ইসলামী ব্যাংক ২৫লাখ টাকা ও এবি এব্যাংক লিঃ ৩লাখ টাকা ঋণ বিতরণ করেন। অনুষ্ঠানটির সার্বিক বত্ত¡াবধানে ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা।
বক্তারা বলেন,নারী উদ্যোক্তাদের স্বনির্ভর করতে আগামীতে বৃহৎ পরিসরে সকল ব্যাংক গুলো ঋণের আওতায় আনা হবে এবং নারী উদ্যোক্তাসহ সিএমএসএমই ঋণ গ্রাহক, কৃষি ঋণ গ্রাহকসহ সকলকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :