সংগ্রাম মিত্র, কলকাতা ভারত ।। “এতো পেয়েছি জীবনে যে কি কি পাইনি তা নিয়ে মিছিমিছি মাথা ঘামাবার সময় নেই আমার ”
আঠারো মাস বয়সে শ্রবণ ও দৃষ্টি শক্তি হারানো একজন মানুষের কথা।
যিনি পৃথিবীর আলো কি দেখলেন না ! যিনি নদী গান পাখি ফুল কিছু চিনলেন না তারর্পূবেই হারিয়ে ফেললেন দুটি প্রধান অঙ্গ।
কিন্তু সাতাশিটি বছর ধরে তুমুলভাবে শুধু বেঁচেই রইলেন না, মানুষ কে দেখিয়ে গেলেন পৃথিবী কি , জীবন কি , ইচ্ছে শক্তি কি , অনুপ্রেরণা কি।
হেলেন কেলার শুধু একটি নাম নয় এই মানুষটি সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তাদের জীবনের সফলতার রাস্তায় চলার অনুপ্রেরণা ।
হেলেন কেলার তার জীবনের শুরুর দিকেই তার চোখে দেখার, কানে শোনার, আর কথা বলার শক্তি হারিয়ে ছিলেন কিন্তু তার পরেও তার জীবনে যে পরিবর্তন আসছিলো তা অনেক স্বাভাবিক মানুষের জীবনকে হার মানায়।
হেলেন কেলারের জন্ম ২৭ জুন ১৮৮০ সালে আমেরিকার তুসাকুম্বিয়া, আলাবামায়। তার পিতার নাম অর্থার এইচ কেলার ছিলেন একজন এডিটর, আর মায়ের নাম কেট এডামস কেলার।
হেলেন কেলারের বয়স যখন ১৮ মাস ছিল তখন তার জীবনে এই মিরাকেল অসুস্থতা আসে কোন ডাক্তার তার এই আজাব অসুস্থতার সফল চিকিৎসা করতে পারেননি যার কারণে তাকে দেখার, বলার ও শোনার শক্তি হারাতে হয়েছিল তিনি একজন মূক ও বধির হয়ে পড়লেন।
একজন দৃষ্টি শক্তি হীন মূক বধির মেয়ে ছিলেন তার মধ্যে দেখার শোনার বলার শক্তি ছিলোনা তাই তার মধ্যে কোন অনুভূতি ও বিচার আসার কথা নয়। কিন্তু তার শিক্ষক এন তার মধ্যে ধীরে ধীরে সেই শক্তির বিকাশ নিয়ে আসেন যা হলো স্পর্শ শক্তি।
তবে শুরুতে বিভিন্ন বস্তূ ও জিনিস স্পর্শ করলেও তার শিক্ষকের পক্ষে প্রায় অসম্ভব ছিল তাকে সেই বস্তুর না ও ব্যাবহারিক অর্থ বোঝানো । তবে হেলেনের পিতা মাতা আশা না দেখতে পেলেও এন তার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়ে ছিলেন তার সারা জীবনে তার ছাত্রীর সঙ্গ ছাড়েন নি তিনি।
হেলেন কেলার পৃথিবীর প্রথম মানব যিনি অন্ধ বধির হয়েও পড়াশোনা কমপ্লিট করেন ব্যাচেলর অফ আর্টস এ গ্রাজুয়েট হয়ে।
তিনি নিজেকে এক জায়গায় বন্দি রাখেনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার বক্তব্য তুলে ধরেন। তার শিক্ষক এন তার মধ্যে যে বিকাশের আলো ছড়িয়ে দিয়েছিলেন সেটি তিনি অন্যদের মধ্যে ছড়িয়ে দেন।
তিনি বলেছেন ” হার মেনো না হাল ছেড়ো না জয় তোমার হবেই ”
তিনি ছিলেন লেখিকা , এবং প্রতিবন্ধী শিশুর অধিকার নিয়ে কাজ করেছেন আজীবন।
আজকের দিনে তাঁর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা।
হেলেন কেলারের মৃত্যু
হেলেন কেলারের মৃত্যু হয় ১৯৬৮ সালের আজকের দিনে। আমেরিকার Easton শহরে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর।
Leave a Reply