নুরুল আলম বাকু।।
*************
(যুক্ত অক্ষর ছাড়া লেখা)
কোন কোন গাছে বাজনা বাজে
কোন কোন গাছে সাজনা সাজে।
কোন কোন গাছে মরার মাথা
কোন কোন গাছে ছেঁড়া কাঁথা।
কোন কোন গাছে বাদর লাঠি
কোন কোন গাছে ঝাটার কাঠি।
কোন কোন গাছে রঙের বাহার
কোন কোন গাছে হাতির আহার।
কোন কোন গাছে ভাতের থালা
কোন কোন গাছে পারের ভেলা।
কোন কোন গাছে ভুতের বাড়ি
কোন কোন গাছে রসের হাড়ি।
কোন কোন গাছে নেশার পাতা
কোন কোন গাছে রোদের ছাতা।
কোন কোন গাছে বধুর সাজ
কোন কোন গাছে পড়ে বাজ।
কোন কোন গাছে দেহের বসন
কোন কোন গাছে নারীর ভূষণ।
কোন কোন গাছে কণক ছটা
কোন কোন গাছের দেহে কাঁটা।
কোন কোন গাছে শীতল জল
কোন কোন গাছে তেঁতো ফল।
কোন কোন গাছে লেখার মসি
কোন কোন গাছে বীরের অসি।
কোন কোন গাছে সুরের বাঁশি
কোন কোন গাছে টাকার রাশি।
কোন কোন গাছে ঘুগনীর বাটি
কোন কোন গাছে শীতল পাটি।
কোন কোন গাছে ঠোঁটের আদল
কোন কোন গাছের ছায়া শীতল।
কোন কোন গাছের মাথায় বোঝা
কোন কোন গাছে সাঁঝের পূজা।
কোন কোন গাছ রাতে মরে
কোন কোন গাছে বারি ঝরে।
কোন কোন গাছের ফলে বিষ
কোন কোন গাছে সোনার শীষ।।
Leave a Reply