মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়। উপজেলার ৬ ইউনিয়ন হতে ১৫০ জন পাটচাষী কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার, বিএডিসি পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ মাজাহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দীন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নুরজাহান খাতুন । এসময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ বাদশাহ হোসেন, আটোয়ারী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
Leave a Reply