আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় পল্লী অঞ্চলের দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা (০৯-০৬-২২)।।
পল্লী অঞ্চলের দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সন্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মশিউর রহমান ভারচুয়ালী যুক্ত হয়ে ইরেসপো প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, পল্লী অঞ্চলের দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত বেকার মহিলাদের দারিদ্রতা হ্রাস এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এছাড়াও কিশোরীদের সঞ্চয়ে উৎসাহিত করন মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনমান উন্নয়ন করতে হবে। দেশের ১৭ জেলার ৫৯ টি উপজেলার ৪৭২টি ইউনিয়নে এ কর্মসুচী বাস্তবায়িত হচ্ছে। এতে ১ লাখ ২৯ হাজার ৮শ জন মহিলা ও কিশোরী সুফল ভোগ করবে। এই প্রকল্পের আওতায় রয়েছে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলা।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ কে এম আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের, ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, শাহাজাদী মিলি, সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :