আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে কোর্টে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে কোর্টে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়ার দেশের মাটিতে সর্বোচ্চ চিকিৎসা গ্রহণ করতে যেন অসুবিধা না হয়, সে ব্যবস্থা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং খালেদা জিয়া সে হিসেবেই তার চিকিৎসা সেবা গ্রহণ করছেন। যদি তাকে বিদেশে যেতে হয়, আবার তাকে আইনি প্রক্রিয়া এবং কোর্টের কাছে যেতে হবে। কোর্ট ছাড়া আমাদের এ রাস্তাটি খোলা নেই। এখন কোর্ট স্বাধীন। কোর্ট তার নিজস্ব মতামত দিয়েছেন।

পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করছে। মাঝেমধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে। এমন ঘটনা দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :