ক্রীড়া ডেস্ক।।
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত খেলেও বাংলাদেশ জিততে পারেনি। তুর্কমেনিস্তানের বিপক্ষে জামাল ভুঁইয়ারা ২-১ গোলে হেরে মাঠ ছাড়েন। বারবার সুযোগ পেয়েও ফিনিশারের অভাবে গোল হাতছাড়া হয় বাংলাদেশের।
শনিবার (১১ জুন) বাংলাদেশ সময় সোয়া ৩টায় কুয়ালালামপুরে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় তুর্কমেনিস্তান। ৫ মিনিট পরেই গোল শোধ করে বাংলাদেশ। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।
এক বা দুই মাস নয়, আন্তর্জাতিক ফুটবলে প্রায় ৬ মাস ২৫ দিন ধরে গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ ফুটবল দল, যা দিনের হিসেবে প্রায় ২০৭ দিন। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে প্রথম চার ম্যাচে গোল করতে পারেনি জামাল ভুঁইয়ারা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে কাবরেরার দল।
এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে একটি গোল করেছে বাংলাদেশ। যদিও ম্যাচটি ১-২ ব্যবধানে হেরেছে জামাল ভুঁইয়ারা। একমাত্র গোলটি করেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। সর্বশেষ গত নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি ফুটবল টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে গোল করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচেও বাংলাদেশ হেরেছিল ১-২ ব্যবধানে।
২০২১ সালের নভেম্বরের পর বাংলাদেশ এ বছর খেলেছে পাঁচটি ম্যাচ, যার চারটিতেই করতে পারেনি গোল। গত ২৪ মার্চ মালদ্বীপের কাছে ২-০ ব্যবধানে হারের পর ২৯ মার্চ ঘরের মাঠে মঙ্গোলিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে। এরপর চলতি জুনে ইন্দোনেশিয়ার মাটিতে তাদেরকে গোল শূন্য ড্র’তে রুখে দেয়। আর এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেও পারেনি গোলের মুখ খুলতে। বাহরাইনের কাছে হেরে যায় ২-০ ব্যবধানে।
Leave a Reply