মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির ( বিজেপি) নেতা অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৩ জুন) বাদ জোহর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার ফকিরগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণ হতে ব্যানার ও প্লে-কার্ড নিয়ে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলার মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছারছিনা দরবার শরীফের উত্তরবঙ্গের বিশিষ্ট খাদেম আলহাজ¦ সুফি আব্দুল গণি’র সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ আটোয়ারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নুরুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান অনু, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম,ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ দবিরুল ইসলাম, বাংলাদেশ যুব হিযবুল্লাহ আটোয়ারী উপজেলা শাখার উপদেষ্টা মোঃ তাছাফুর রহমান বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, মহানবী (সা:) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপি’র দুই নেতা বিশে^র কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। বক্তারা আরো বলেন, এই দুই কুলাঙ্গার নেতার এহেন কর্মকান্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও তাদের সাথে ঐক্যমত প্রকাশ করছি এবং এ ধরনের কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর পাশাপাশি এই কুলাঙ্গার দুই নেতার ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
Leave a Reply