আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজিপুরে মাদকের ব্যবহার রোধে দিনব্যাপি কর্মশালা

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুরে বুধবার (১৫ জুন) মাদক দ্রব্যের ব্যবহার রোধকল্পে সামজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিরাজগঞ্জ এর আয়োজনে, কাজিপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে কাজিপুর উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মদ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লূৎফুন্নাহার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,
আবু আব্দুল্লাহজাহিদ সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিরাজগঞ্জ।

আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, অফিসার্স ইনচার্জ শ্যমল কুমার দত্ত, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ

কর্মশালা পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন অফিসার এ কে এম শাহ আলম মোল্লা।

কর্মশালায় ইউপি চেয়ারম্যানগন মেম্বরগন,মৌলুভী,সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবিন্দউপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :