আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার জয়রামপুর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ১ স্কুলছাত্রের মৃত্যু, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত:
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু, আহত ৩
চুয়াডাঙ্গায় দামুড়হুদার জয়রামপুর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সুমন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন রাশেদুল, তামিল ও ইমন নামের আরও তিন স্কুলছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২২জুন) দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে দামুড়হুদার জয়রামপুর শেখপাড়ার সাইফুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৩), তারা চাঁদের ছেলে তামিল (১৪), বাবলুর ছেলে সুমন (১৩) ও আরিফুল ইসলামের ছেলে ইমন (১৩) মোটরসাইকেলযোগে লোকনাথপুর যাচ্ছিলেন। পথে জয়রামপুর কাঠালতলার রতনের কাঠের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

স্থানীয়রা ও দামুড়হুদা ফায়ার স্টেশনের ফায়ারম্যানরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথে সুমনের মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :