আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘতম পদ্মা সেতুর ঐতিহাসিক বর্ণাঢ্য উদ্বোধন উপলক্ষে একশ’ টাকার স্মারক নোটের অবমুক্ত করেন। শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে নিজস্ব অর্থায়নে তৈরি দেশের বৃহত্তম পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্টানে এই স্মারক নোটের অবমুক্ত করেন।
এই স্মারক নোটের সম্মূখভাগের বাম পাশেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ও ব্যাক গ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির স্বাক্ষরিত এ স্মারক নোট রিলিজ করে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই স্মারক নোট আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া যাবে এবং পরে দেশের অন্যান্য শাখায়ও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :