নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর):
“আমার গ্রাম, আমার শহর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার প্রাণকেন্দ্র গোপালপুর পৌরসভা বাজারে অত্যাধুনিক ভাবে অনলাইন সুপার শোপ “আদোরি এক্সপ্রেস” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫জুন) সকালে গোপালপুর বাজারের কস্মস্ জেনারেল হাসপাতালের সামনে তাদের সোপে ফিতা কাটা ও দোয়ার মধ্যে দিয়ে সুপার শোপটির উদ্বোধন করা হয়।
এখানে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের পণ্যসামগ্রী অনলাইনের মাধ্যেমে ক্রয় করা যাবে এবং গোপালপুর পৌর এলাকায় ফ্রি হোম ডেলিভারি করা হবে বলে জানিয়েছে “আদোরি এক্সপ্রেস” কর্তৃপক্ষ।।
Leave a Reply