আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লালপুরে পাল্টাপাল্টি সংঘর্ষে আহত-৮

নেওয়াজ মাহমুদ নাহিদ,লালপুর(নাটোর):
নাটোরের লালপুরে পদ্মা নদীর নৌকা ঘাট নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন ব্যক্তি আহত হয়েছে। আজ রবিবার দুপুরে লালপুর সদর কলোনীতে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর ও তার প্রতিদ›দ্বী প্রার্থী আমিরুল ইসলাম আমবুর সমর্থকদের পাল্টাপাল্টি সংঘর্ষে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলো,সেন্টু(৩৭),আমিরুল ইসলাম ওরফে আমবু(৩৫),শামীম(৩৮),বিল্পব(৩৫),বকুল(৪০),খাইরুল(৪৫),রিফাত(১৭),ঝন্টু(৩৩) এরা আহত হয়। স্থানীয়রা এদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বকুল ও আমিরুলের অবস্থা আংশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।এছাড়া অন্যরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ জনকে আটক করা হয়েছে।বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :