সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:
সাভারের আশুলিয়ায় স্কুল শিক্ষককে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে ওই স্কুলেরই দশম শ্রেনীর এক শিক্ষার্থী। মূমুর্ষু অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার(২৫ জুন) দুপুর ২ টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের মাঠপ্রাঙ্গনেই শিক্ষকের উপর অতর্কিত হামলা চালায় ওই ছাত্র।
হামলার পর আহত শিক্ষককে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি বর্তমানে সেখানে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আহত শিক্ষকের নাম উৎপল কুমার। তিনি ওই প্রতিষ্ঠানের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃংখলা কমিটির সভাপতি। অভিযুক্ত ছাত্র দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, আমাদের স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ওই ছাত্র। স্ট্যাম্পের আঘাতে শিক্ষকের মাথায় জখম হয়। উৎপল স্যার স্কুলের শৃংখলা কমিটির সভাপতি। তিনি ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলা সহ বিভিন্ন আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করেন। বিভিন্ন অপরাধের বিচারও করেন তিনি। হয়ত কোন কারণে সেই শিক্ষকের উপর ছাত্রটির কোন ক্ষোভ ছিল।
জানা যায়, হামলাকারী ছাত্র পড়াশোনায় খুবই দূর্বল। তা সত্ত্বেও স্কুলে এসে ওই ছাত্র বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। এর আগে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করায় সাধারণ শিক্ষার সাথে খাপ খাওয়াতে পারছিলনা সে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষক উৎপলের পেটে বড় ধরণের অস্ত্রোপচার করা হয়েছে। তার মাথায় আঘাত লাগলেও সেটি তেমন গুরুতর না। বর্তমানে তিনি অচেতন রয়েছেন।
এব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply