চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা (২৭-০৬-২২)।। বাল্যবিয়ে রোধ ও সঞ্চয় গঠনের মানসিকতার লক্ষে চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্হান সহায়তা প্রকল্পের আওতায় আজ সোমবার বেলা ১১ টায় জেলার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গায় সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ কে এম আমিনুল ইসলাম পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া বলেন, সরকার মানুষের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করে থাকে। সেই রকম একটি প্রকল্প হাতে নিয়েছে বিআরডিবি। এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বাল্য বিয়ে রোধ ও কিশোরদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা।
এর আওতায় বিদ্যালয়ে ১০০ জন ছাত্রীকে নিয়ে একটি কিশোরী সংঘ গঠন করা হয়েছে। কিশোরী সংঘের প্রতিটি সদস্য ৫ বছর ধরে প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় করবে। মেয়াদ শেষে সরকার তাদেরকে জমাকৃত টাকার ডাবল বোনাস দিবে। শর্ত হচ্ছে ১৮ বছরের আগে বিয়ে করলে এ সুযোগ থেকে তারা বঞ্চিত হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা কিশোরী সংঘের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।।
Leave a Reply