আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় একজনের মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের দুধসরা গ্রামে বড় মসজিদ এর ১০০গজ সামনে বালি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় ইদ্রিস (৭৫)নামের এক বাইসাইকেল আরোহীর আনুমানিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বাড়ি পৌর শহরের ২ নং ওয়ার্ডের ব্রীজঘাট এলাকায়।
ইদ্রিস মিয়া আবাদী জমিতে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হন।
সরেজমিনে গিয়ে জানা যায়,,
সরকারি আশ্রয়ণ প্রকল্পের কাজে ব্যাবহার হওয়া বালির ট্রাক্টর কয়েক দিন ধরে নিয়মিত যাতায়াত করে আসছে। সরু রাস্তা থেকে ট্রাক্টর যাতায়াত করাতে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন আমরা অনেকবার তাদের নিষেধ করা সত্ত্বেও দ্রুত গাড়ি চালানোর কারণে এই দূর্ঘটনাটা ঘটেছে।
জানা যায়, কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের জনৈক হারুন মিয়ার ট্রাক্টর।
ঘটনাস্থল থেকে ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে যান।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান সড়ক ও পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :